Post Top Ad
Post Top Ad
পরিচিতি
পরিচিতি |
মাদ্রাসার ফটকপ্রতিষ্ঠানের নাম:ইটাপোতা কলোনী জামে মসজিদ কম্প্লেক্স এন্ড তা’লিমুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা |
নোটিশ বোর্ড |
শ্রেণি সমূহ1. নুরানী শাখা2. হিফজ শাখা |
2023 সালের বার্ষিক পরিক্ষার ফলাফল
28 ডিসেম্বর 2023ইং রোজ বৃহস্পতি বার বেলা 11:00 ঘটিকায় বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়। নিম্নে শ্রেণি অনুযায়ী ফলাফল (পিডিএফ) দেওয়া হলোঃ
ইসলাম ও ভাষা দিবস (নাটিকা)
ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।
রফিকঃ
কই যাও?
আমিঃ জি, শহীদ মিনারে
যাচ্ছি
ফুল
দিতে।
সালামঃ ফুল দিয়ে
কি
হবে?
আমিঃ
না,
মানে
আপনাদের স্মরণ
করা
জন্য,
যাতে
আপনাদের আত্মা
শান্তি
পায়।
বরকতঃ হা হা
হা,
কুরআন
হাদিসের কোথাও
লেখা
আছে,
ফুল দিলে
আত্মার
শান্তি
হয়?
কখনো
কি
কবর
জিয়ারত করেছো?
দুই
রাকাত
নামাজ
পড়ে,
আমাদের
জন্য
দোয়া
করেছো??
আমিঃ
জি…না, মানে…
রফিকঃ হুমম, প্রতি বছর
কত
টাকার
ফুল
দিয়ে
এভাবে শ্রদ্ধা জানাও?
আমিঃ জি, কোটি
টাকার
উপরে।
শফিউরঃ আচ্ছা আমার
মা
যে
চিকিৎসার অভাবে
মারা
গেছে,
কেউ
কি
খোঁজ
নিয়েছে?
সালামঃ আমার আত্মীয় স্বজনরা যে
রিকশা
চালিয়ে, দিনমজুরি করে
জীবিকা
নির্বাহ করে,
তার
কি
কোন
খবর
রাখে
কেউ?
আমিঃ ভাই,
আসলে
জীবন
তো
দিছেন
আপনারা। আপনাদের আত্মীয় স্বজন
তো
দেয়
নাই।
তাদের
খোঁজ
কেন
নিব?
বরকতঃ যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের নাতি
পুতিরা
এত
সুযোগ সুবিধা
পায়
কেন?
শফিউরঃ বাদ দাও
তো
বরকত
! ওদেরকে
বেশি
উস্কে
দিয়ো
না। বেশি উস্কালে হয়ত,
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত,
নতুন
প্রজন্মের ভাষা
সৈনিক
নামেও
তারা আরেকটা পার্টি
বানাবে।
মনটা
খারাপ
হয়ে
গেল।
বাসায় ফিরে
আসলাম। আর কোনদিন
ফুল
দিতে
যাবো
না।
(গল্পটি রূপক কিন্তু
এটাই
ইসলামের শিক্ষা,
রাসূলের আদর্শ
)
হে
আল্লাহ
! আমার জানা
অবস্থায় তোমার সাথে
শিরক
করা
হতে,,
তোমার
নিকট
আশ্রয়
চাচ্ছি।
আর
অজানা
অবস্থায় শিরক
হয়ে
গেলে আল্লাহ্ আপনি
আমাদের
ক্ষমা
করে
দাও।
নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা কিভাবে মানুষকে ধোকায় ফেলে- ৩
নারী অধিকার সম্পর্কিত সকল আপত্তির জবাব: সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী