ইসলাম ও ভাষা দিবস (নাটিকা) - আইসিটিনোহাম

শিরোনাম

Post Top Ad

ইটাপোতা কলোনী জামে মসজিদ কম্প্লেক্স এন্ড তা’লিমুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা- এখানে শিশু হইতে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলিতেছে, হিফয বিভাগে শুধুমাত্র ছাত্র ভর্তি চলিতেছে। যোগাযোগে-মুহতামিম অত্র মাদ্রাসা

পরিচিতি

পরিচিতি

মাদ্রাসার ফটক

প্রতিষ্ঠানের নাম:
ইটাপোতা কলোনী জামে মসজিদ কম্প্লেক্স এন্ড তা’লিমুল কোরআন
নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা

    গ্রাম : ইটাপোতা
    ইউনিয়ন : মোগলহাট
    ডাকঘর : মোগলহাট, 5501
    উপজেলা/থানা : লালমনিরহাট
    জেলা : লালমনিরহাট
    বাংলাদেশ।

নোটিশ বোর্ড

শ্রেণি সমূহ

1. নুরানী শাখা

    ক. শিশু শ্রেণি
    খ. প্রথম শ্রেণি
    গ. দ্বিতীয় শ্রেণি
    ঘ. তৃতীয় শ্রেণি
    ঙ. চতুর্থ শ্রেণি
2. হিফজ শাখা
    ক. নাজেরা
    খ. হিফজ

ইসলাম ও ভাষা দিবস (নাটিকা)

 


ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর

 

 রফিকঃ           কই যাও?

আমিঃ              জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।

সালামঃ           ফুল দিয়ে কি হবে?

 আমিঃ             না, মানে আপনাদের স্মরণ করা জন্য, যাতে আপনাদের আত্মা শান্তি পায়।

বরকতঃ           হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে,  ফুল দিলে আত্মার শান্তি হয়?

কখনো কি কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে, আমাদের জন্য দোয়া করেছো??

 আমিঃ             জিনা, মানে

রফিকঃ            হুমম,  প্রতি বছর কত টাকার ফুল দিয়ে  এভাবে শ্রদ্ধা জানাও?

আমিঃ              জি, কোটি টাকার উপরে।

শফিউরঃ         আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে?

সালামঃ           আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে,

তার কি কোন খবর রাখে কেউ?

আমিঃ              ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব?

বরকতঃ           যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের নাতি পুতিরা এত  সুযোগ সুবিধা পায় কেন?

শফিউরঃ         বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি উস্কে দিয়ো না। বেশি উস্কালে হয়ত,  নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত, নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা আরেকটা পার্টি বানাবে।

মনটা খারাপ হয়ে গেল।  বাসায় ফিরে আসলাম। আর কোনদিন ফুল দিতে যাবো না।

(গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা, রাসূলের আদর্শ )

হে আল্লাহ !  আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে,, তোমার নিকট আশ্রয় চাচ্ছি।

আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে আল্লাহ্ আপনি আমাদের ক্ষমা করে দাও।

No comments:

Post a Comment