শিরক সম্পর্কে জানলেন না? তো আপনার জীবনই বৃথা!! - আইসিটিনোহাম

শিরোনাম

Post Top Ad

ইটাপোতা কলোনী জামে মসজিদ কম্প্লেক্স এন্ড তা’লিমুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা- এখানে শিশু হইতে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলিতেছে, হিফয বিভাগে শুধুমাত্র ছাত্র ভর্তি চলিতেছে। যোগাযোগে-মুহতামিম অত্র মাদ্রাসা

পরিচিতি

পরিচিতি

মাদ্রাসার ফটক

প্রতিষ্ঠানের নাম:
ইটাপোতা কলোনী জামে মসজিদ কম্প্লেক্স এন্ড তা’লিমুল কোরআন
নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা

    গ্রাম : ইটাপোতা
    ইউনিয়ন : মোগলহাট
    ডাকঘর : মোগলহাট, 5501
    উপজেলা/থানা : লালমনিরহাট
    জেলা : লালমনিরহাট
    বাংলাদেশ।

নোটিশ বোর্ড

শ্রেণি সমূহ

1. নুরানী শাখা

    ক. শিশু শ্রেণি
    খ. প্রথম শ্রেণি
    গ. দ্বিতীয় শ্রেণি
    ঘ. তৃতীয় শ্রেণি
    ঙ. চতুর্থ শ্রেণি
2. হিফজ শাখা
    ক. নাজেরা
    খ. হিফজ

শিরক সম্পর্কে জানলেন না? তো আপনার জীবনই বৃথা!!




1. শরীরে যেকোনো প্রকার তাবিজ ঝুলানো শিরক। [মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস: ৪৯২]
2. আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা শিরক। [আবু দাউদ: ৩২৩৬ (ইফা)]
3. কোন কিছুকে শুভ-অশুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা শিরক। [বুখারি : ৫৩৪৬, আবু দাউদ: ৩৯১০]
4. মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক। [সূরা জীন: ২০ / মুসলিম: ১০৭৭]
5. আল্লাহ ছাড়া অন্য কারো বা যেকোনো পির-আউলিয়া কিংবা মাজারের নামে নামে মানত করা শিরক। তবে মানত না করাই উত্তম। [সহিহ বুখারি: অধ্যায় : তাকদির]
6. কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা বিশ্বাস করা শিরক। [বুখারি, আবু দাউদ: ৩৯১০]
7. আল্লাহর গুণবাচক নামে অন্য কাউকে ডাকা শিরক (যেমন: কুদ্দুস, রাহমান, রহীম, জাব্বার, সালাম, মুমিন ইত্যাদি) এক্ষেত্রে নামের আগে "আব্দ" বসাতে হবে। [সূরা আরাফ: ১৮০, ইসরা: ১১০]
8."খোদা" বলে আল্লাহকে ডাকা শিরক। মোট কথা আল্লাহর দেয়া গুণবাচক নাম ব্যতীত অন্য কোন নামে তাকে ডাকা শিরক। [সূরা আরাফ: ১৮০, ইসরা: ১১০]
9. কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে "ও মা, ও বাবা" ইত্যাদি বলে এইরকম গায়েবি ডাকা শিরক। বিপদে পড়লে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন" বলতে হয়। (সূরা বাকারাহঃ ১৫৬)
10. 'তর ভবিষ্যৎ অন্ধকার', 'তর কপালে বহুত কষ্ট আছে', এইধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক। [সুরা নমল: ৬৫, আল জিন: ২৫-২৬, আনাম: ৫৯]
11. হোঁচট খেলে কিংবা পেঁচা ডাকলে সামনে বিপদ আছে এই ধারনা শিরক। (সূরা আনাম: ১৭, ইউনুস: ১০৭)
12. রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরীরে পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোনো প্রকারের বস্তু লটকানো শিরক। [তিরমিযি, আবু দাউদ ও হাকেম]
13. সকালে বেচাকেনা না করে কোন কাস্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যবসায় অমঙ্গল হয় এই ধারনা করা শিরক। [আবু দাউদঃ৩৯১০]
14. সফলতা কিংবা মঙ্গল লাভের জন্য এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে যেকোনো প্রকার আংটি ব্যাবহার করা শিরক। [সূরা আনাম: ১৭, ইউনুস : ১০৭]
15. যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নীরবতা পালন করা শিরক। যেমন: পতাকা, স্মৃতিসৌধ, শহিদ মিনার কিংবা মাজার ইত্যাদি। [সুরা বাকারাহ: ২৩৮, আহকাফ: ৫, ফাতহুল বারি ৭/৪৪৮, আবু দাউদ: ৪০৩৩]
16. আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত করা শিরক। [সুরা আনাম: ১৬২, বাইয়িনাহঃ ৫, কাহফ: ১১০, ইমরান: ৬৪, ইবনে মাজাহ হা নং ৫২০৪]
17. আল্লাহ ব্যতীত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক। [সুরা নমল: ৬৫, আল জিন: ২৬, আনাম: ৫৯]
18. পায়রা/ কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক, কারণ শান্তি দাতা একমাত্র আল্লাহ। [সূরা হাশরঃ ২৩]
19. আল্লাহর ছাড়া কোন পির-আউলিয়া এবং কোন মাজারের নিকট দুয়া করা বা কোন কিছু চাওয়া শিরক [সূরা ফাতিহা: ৪, আশ শোআরা: ২১৩, গাফির: ৬০, তিরমিযি]
20. "আপনি চাইলে এবং আল্লাহ চাইলে এই কাজটি হবে" এই কথা বলা শিরক। বলতে হবে আল্লাহ চাইলে এ কাজটা সম্পন্ন। (নাসাঈ)এইরকম আরো অসংখ্য শিরক সমাজে বিদ্যমান। আল্লাহ বলেন, অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। [সূরা ইউসুফঃ ১০৬]
মনে রাখবেন, শিরক এমন একটি গুনাহ যা করলে ঈমান এবং পূর্বের সমস্ত আমল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ যেকোনো গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না।
আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ ইচ্ছা করলে যেকোনো গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। [সূরা নিসা : ৪৮, ১১৬]
নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন। [সূরা মায়িদাহ: ৭২]
.
রাসূল (সাঃ) বলেছেন, আমার সামনে জিবরাঈল আবির্ভূত হলেন। তিনি বললেন, আপনি আপনার উম্মতদের সুসংবাদ দিন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে যিনা করে এবং যদিও সে চুরি করে থাকে? তিনি বললেন: যদিও সে যিনা করে এবং যদিও সে চুরি করে থাকে। [সহিহ বুখারি : ১২৩৭, মুসলিম: ৯৪]
.
শিরক হচ্ছে সবচেয়ে বড় ধ্বংসাত্মক বিষয়। শত পাপ করলে ও কিয়ামতের দিন তা ক্ষমার সম্ভাবনা আছে কিন্তু শিরকের পাপ ক্ষমার কোন সম্ভাবনাই নেই এবং তা নিঃসন্দেহে জাহান্নামে নিয়ে যাবে।


No comments:

Post a Comment